হাইলাকান্দি (অসম), ৩১ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্য সরকারের খেল মহারণ শীর্ষক ক্রীড়ানুষ্ঠানের গ্রাম পঞ্চায়েত পর্যায়ের প্রতিযোগিতা আগামীকাল বুধবার, ১ নভেম্বর থেকে জেলার ৬৪টি স্থানে শুরু হচ্ছে।
জেলার ৬২টি গ্রাম পঞ্চায়েতের একটি করে মাঠে এবং হাইলাকান্দি পুরসভার প্রতিযোগিতা হাইলাকান্দির বোয়ালিপারে অবস্থিত শশীভূষণ বিএড কলেজের খেলার ময়দানে, এবং লালা পুরসভার প্রতিযোগিতা লালা মাল্টিপারপাস হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
হাইলাকান্দি জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত অ্যাটলেটিক্স-এর বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর পর ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত কাবাডি এবং ভলিবল প্রতিযোগিতা চলবে। ৮ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত খো-খো খেলা এবং ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১০ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। হাইলাকান্দির জেলা ক্রীড়া আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই প্রতিযোগিতায় ইতিমধ্যে অংশগ্রহণের জন্য যাঁরা নাম লিখিয়েছেন তাঁদেরকে সুচি অনুযায়ী নিকটবর্তী খেলার মাঠে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

