BRAKING NEWS

ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে জম্মু-কাশ্মীরের নাগরিকদের কাজ করতে হবে : মনোজ সিনহা


শ্রীনগর, ৩১ অক্টোবর (হি.স.): ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে জম্মু ও কাশ্মীরের নাগরিকদের কাজ করতে হবে। মঙ্গলবার রাষ্ট্রীয় একতা দিবসে জম্মু ও কাশ্মীরের নাগরিকদের উদ্দেশে এই আহ্বান জানালেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে এদিন শ্রীনগরে ‘রান ফর ইউনিটি’-সূচনা করেন উপ-রাজ্যপাল মনোজ সিনহা।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় উপ-রাজ্যপাল বলেছেন, সর্দার প্যাটেল তাঁর রাষ্ট্রনায়কত্ব, দৃঢ়তা এবং সাহসের সঙ্গে দেশকে একীভূত করেছিলেন। দেশের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন তিনি, যাতে ভবিষ্যত প্রজন্ম সম্মান, শান্তি ও সমৃদ্ধিতে বসবাস করতে পারে। তিনি বলেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে জম্মু-কাশ্মীরের নাগরিকদের কাজ করতে হবে। নিতে হবে সঙ্কল্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *