কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): মেডিক্যালে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি সুকান্ত মজুমজারের। রাজ্যপালকে চিঠি দিয়ে তিনি লিখেছেন, ‘আর জি কর-সহ রাজ্যের প্রায় সব সরকারি মেডিক্যাল কলেজে দুর্নীতি ও অনিয়ম চলছে। টেন্ডার ডাকা থেকে চিকিৎসা সরঞ্জাম কেনা, সব ক্ষেত্রেই দুর্নীতি। স্বাস্থ্য ভবন থেকে শুরু হয়ে মেডিক্যাল কলেজগুলিতে ছড়িয়ে পড়েছে দুর্নীতি’। তদন্তের আর্জি জানিয়ে সিভি আনন্দ বোসকে চিঠি লিখলেন সুকান্ত মজুমদার ।
সুকান্ত মজুমদার বলেন, ‘রাজ্যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা। প্রতিটি মেডিক্যাল কলেজে দালাল রাজ। তৃণমূলের নেতাদের মধ্যেও দ্বন্দ্ব রয়েছে।আরজি কর মেডিক্যাল কলেজের সুপারের বিরুদ্ধে রয়েছে হাজার হাজার অভিযোগ তবু তাকে সেখানে রাখা হয়েছে।
এছাড়া একাধিক মেডিক্যাল কলেজ অভিভাবকহীন হয়ে রয়েছে। আগামীদিনে স্বাস্থ্য মন্ত্রী জেলে যেতে পারে এই এতো দুর্নীতির কারণে।এই কারণে আমি সব অভিযোগ ও তথ্য জানিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছি। যাতে স্বাস্থ্য ব্যবস্থা আবার শেষ হয়ে না যায় উনি যাতে বিষয়টি দেখেন।’