পশ্চিম মেদিনীপুর, ৩০ অক্টোবর, (হি.স.): বালিচক ও ডুঁয়া রেল স্টেশনের সামনের ঘটনা। সেখানেই অজ্ঞাত পরিচয় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে স্থানীয় এক বাসিন্দা রেল লাইনের পাশে একটি বেলগাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান অজ্ঞাত পরিচয় এক যুবককে। সঙ্গে-সঙ্গে সেই খবর চাউর হয়ে যায় এলাকায়।
স্থানীয় বাসিন্দাদের মারফত নিকটবর্তী রেল স্টেশন ও প্রশাসনে খবর দেওয়া হয়। এলাকাবাসীদের দাবি, এর আগে ওই এলাকায় যুবককে কখনও দেখানি। তাই কীভাবে সেখানে ওই যুবকের দেহ এলাকায় এসেছে তা নিয়ে ধন্দে পুলিশ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “এসে দেখলাম মারা গিয়েছে। কিন্তু তার আগে অনেকেই দেখছে। আমাদের মনে হয় কেউ ওকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। আত্মহত্যা হতে পারে না।”

