যুক্ত হল পূর্ব ও দক্ষিণ সিকিম, খুলে দেওয়া হল তিস্তা স্টেজ ৬ ব্যারাজ ডেক

গ্যাংটক, ৩০ অক্টোবর (হি.স.): অবশেষে যুক্ত হল পূর্ব সিকিম ও দক্ষিণ সিকিম। সোমবার সকালে পূর্ব সিকিমকে দক্ষিণ সিকিমের সঙ্গে সংযোগকারী সেতুতে তিস্তা স্টেজ ৬ ব্যারাজ ডেক খুলে দেওয়া হয়েছে। গত ৪ অক্টোবর হড়পা বানের পর থেকেই বিচ্ছিন্ন ছিল পূর্ব ও দক্ষিণ সিকিম। তবে, আপাতত ব্যারাজের ডেকে ভারী যানবাহন চলাচলের অনুমতি নেই।

নামচি জেলা কালেক্টর এম ভরনি কুমার বলেছেন, “গত ৪ অক্টোবর হড়পা বানের পরে পুরো এলাকাটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এটি তিস্তা স্টেজ ৬ প্রকল্পের ব্যারেজ ডেকের উপরে একটি অস্থায়ী সেতু, ব্যারেজ ডেকটি সমস্ত কিছু পূরণ করবে। গ্যাংটক থেকে নামচি পর্যন্ত এলএমভি চলাচল প্রভৃতি। এই ব্যারেজ ডেকের সমান্তরালে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে, ৪ মাসের মধ্যে চালু হবে, ব্যারেজ ডেকে আপাতত ভারী যানবাহন চলাচলের অনুমতি নেই।”