নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ৩০ অক্টোবর : ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার বিভিন্ন এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গন্ডাছড়ায় ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও একজনের। আরো বেশ কয়েকজন গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গন্ডাছড়া থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে, জগবন্ধু পাড়ার বেশ কিছু সংখ্যক লোকজন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক বালিকার মৃত্যু হয়েছে।
মৃত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন ধলাই জেলার এডিএম, ই,এম রাজেশ ত্রিপুরা,এবং কর্তব্যরত চিকিৎসক। ঘটনা জগবন্ধু পাড়ার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মোহিনী পাড়ায় । একই পরিবারের চারজন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে জগবন্ধু পাড়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে তিনজনের ম্যালেরিয়া পিএফ পাওয়া যায়। তার মধ্যে নাবালিকা কন্যা তুলসী রানী ত্রিপুরা(১২) গত ২৭ তারিখ শনিবার হাসপাতালে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আছেন ধলাই জেলার এডিএম। এখনো পর্যন্ত ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মধ্যে ৬ জনই ম্যালেরিয়া পজেটিভ বলে খবর। হাসপাতালে চিকিৎসাধীন ছয়জনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।