BRAKING NEWS

করিমগঞ্জের হৈলামছড়া সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অবৈধ চার‌টি বসতগৃহ

করিমগঞ্জ (অসম), ২৯ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত দোহা‌লিয়া ফ‌রেস্ট রে‌ঞ্জ এলাকাধীন হৈলামছড়া সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে নির্মিত চার‌টি বসতগৃহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

আজ র‌বিবার দোহা‌লিয়া রেঞ্জ ফ‌রেস্ট অফিসার প্রণব ক‌লিতার নেতৃ‌ত্বে একদল বন কর্মী ডেঙ্গারবন্দ গ্রাম পঞ্চায়েত (জি‌পি)-এর হৈলামছড়া সংরক্ষিত বনাঞ্চ‌লে অবৈধভা‌বে নির্মিত চার‌টি বসতগৃহ ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। এতে প্রায় দশ বিঘা বনভূ‌মি বেদখলমুক্ত হয়েছে ব‌লে জানান রেঞ্জ অফিসার কলিতা।

আজকের উচ্ছেদ অভিযা‌নে ছিলেন বনকর্মী যথাক্রমে দি‌লোয়ার হো‌সেন, মিণ্টু বরুয়া, সলগই ফ‌রেস্ট বি‌টের অন্য কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *