বাকসার বিলপাড়ে বুনো হাতির হামলায় মৃত্যু আরও একজনের

বাকসা (অসম) ২৫ অক্টোবর (হি.স.) : বাকসা জেলার ভারত-ভুটান সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ রূপ ধারণ করেছে হাতি-মানুষের সংঘাত৷ সংঘাতের ফলস্বরূপ মঙ্গলবার রাতে বুনো হাতির হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে৷ জেলাখনর বাতাবাড়ি রেঞ্জ ফরেস্ট এলাকার অন্তৰ্গত বিলপাড়ে সংঘটিত হয়েছে এই মর্মান্তিক ঘটনাটি৷ বুনো হাতির হামলায় নিহত ব্যক্তির নাম প্ৰদীপ বড়ো৷

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত একটি বুনো হাতি বিলপাড় গ্রামে ঢুকে৷ বুনো হাতিটি জনপদে প্রবেশ করলে বাসিন্দাদের মধ্যে হই-হুল্লোর পড়ে যায়৷ তাঁরা জোট বেঁধে হাতিটিকে তাড়াতে লাঠি-সোঁটা, মশাল, বাজনার টিন ইত্যাদি নিয়ে বেড়িয়ে পড়েন৷ হাতি তাড়ানোর দলে ছিলেন প্ৰদীপ বড়োও৷ হাতিটি জনতার তাড়া খেয়ে দৌড়তে থাকে৷ এক সময় আচমকা হাতিটি ঘুরে কাছে পেয়ে যায় প্ৰদীপ বড়ো৷ শূড় দিয়ে প্রদীপকে প্যাঁচিয়ে উপরে তুলে আছড়ে মারে৷ এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন প্রদীপ৷

ঘটনার খবর পেয়ে আজ বুধবার সকালে পুলিশের দল নিয়ে অকুস্থলে ছুটে যান বন আধিকারিক ও অন্য কর্মীরা৷ তাঁরা প্রদীপ বড়োর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান৷ থানা আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার ময়না তদন্ত করতে বাকসা জেলা হাসপাতালে পাঠিয়েছেন৷ প্রসঙ্গত, গত তিন মাসে বাকসা জেলার উত্তরাঞ্চলে বুনো হাতির হামলায় চারজনের মৃত্যু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *