ত্রিপুরা এবং মেঘালয় থেকে অমৃত কলস বাহী ট্রেন শুক্রবার দিল্লি পৌঁছবে

আগরতলা, ২৫ অক্টোবর : ‘মেরি মাটি মেরা দেশ’ প্রচারাভিযানের অধীনে প্রতিনিধিদলের নতুন দিল্লিতে পৌঁছানোর জন্য দেশজুড়ে বেশ কয়েকটি অমৃত কলশ বিশেষ ট্রেন চালানো হচ্ছে। এই ট্রেনগুলি এই মাসের ২৭ তারিখ থেকে  নতুনদিল্লি পৌঁছতে শুরু করবে।

সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে যে ত্রিপুরা এবং মেঘালয় থেকে ট্রেনটি শুক্রবার দিল্লি পৌঁছবে, আর আসাম এবং সিকিম থেকে ট্রেনগুলি ২৮ শে অক্টোবর পৌঁছাবে।
 দেশের বিভিন্ন স্থান থেকে এই মাসের  ৩০তারিখের মধ্যে নতুনদিল্লি পৌঁছাবে। দেশের জন্য জীবন উৎসর্গ করা ‘বীরদের’ প্রতি শ্রদ্ধা জানাতে এই বছরের ৯ই আগস্ট দেশব্যাপী ‘মেরি মাটি মেরা দেশ’ অভিযান শুরু হয়েছিল।

 দেশের প্রতিটি কোণ থেকে ৭৫০০ কলসে মাটি বহন করে ‘অমৃত কলশ যাত্রা’ এই মাসের ৩০ তারিখে শেষ হবে। এরপর জাতীয় যুদ্ধ স্মারকের কাছে ৭৫০০ কলসের মাটি ও চারা মিশিয়ে একটি ‘অমৃত বাটিকা’ তৈরি করা হবে। এই ‘অমৃত বাটিকা’ও হয়ে উঠবে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর বিশাল প্রতীক।