BRAKING NEWS

বিজয়াদশমী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা ধামির

দেহরাদূন, ২৩ অক্টোবর (হি.স.) : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি রাজ্যবাসীকে বিজয়াদশমী উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন। সোমবার শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী জানান, আমাদের সকলকে অহং থেকে মুক্ত হয়ে সত্যের পথে চলতে হবে। রাজ্য ও দেশের সামাজিক সম্প্রীতির জন্য সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

বিজয়াদশমী উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সকলের উদ্দেশে যে বার্তা দেন তা হল, “বিজয়াদশমীর উৎসব অধার্মিকতার উপর ধর্মের বিজয়, মন্দের উপর ভাল এবং অসত্যের উপর সত্যের প্রতীক। ভগবান শ্রীরাম সত্য, মর্যাদা, ন্যায়বিচার, শান্তি, দাতব্য এবং জনকল্যাণে নিবেদিত ছিলেন। তাঁর জীবন আমাদেরকে সঠিক পথে চলতে এবং আদর্শ জীবনযাপনে অনুপ্রাণিত করে।” তিনি আরও বলেন, বিজয়াদশমী শক্তি পুজোর উৎসব। এই উৎসবটি সারাভারতে ঐতিহ্যবাহী ভক্তি ও উৎসাহের সঙ্গে পালিত হয়ে আসছে। সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতির প্রতীক এই উৎসব। এই উৎসব আমাদের ভেতরের মন্দকে ধ্বংস করে কল্যাণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *