গোরখপুর, ২৩ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।
সোমবার সন্ধ্যায় যোগী আদিত্যনাথ শোকপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া এক্স-এর মাধ্যমে যোগী শোকজ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি একজন দুর্দান্ত খেলোয়াড় হিসেবে আমাদের স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবেন। ওনার আত্মার শান্তি কামনা করছি। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিষাণ সিং বেদীর ৭৭ বছর বয়সে মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি বহু বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ প্রতিভাবান ব্যক্তি ছিলেন।