জটেশ্বর, ২২ অক্টোবর (হি. স.) : আলিপুরদুয়ারের জটেশ্বরে মামার বাড়ি থেকে টিউশন পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায় বসিরহাটের বাসিন্দা এক নাবালিকা। দশদিন আগে অপহৃত নাবালিকাকে উদ্ধার করতে না পারায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ছড়াল।
পরিবারের তরফে খোঁজ নিয়ে জানা যায়, বসিরহাটের জনৈক যুবক সন্টু দাস তাঁকে জোর করে গাড়িতে তুলে অপহরণ করেছে। এনিয়ে সন্টু দাসের নামে অভিযোগও দায়ের হয় জটেশ্বর ফাঁড়িতে। পরিবারের দাবি, অভিযুক্তের নাম সহ থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ কোন ব্যাবস্থা নেয়নি। বিষয়টি নিয়ে পুলিশ মেয়ের পরিবারকেই নানা ভাবে হেনস্তা করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে বসিরহাট থেকে একাধিক বার মেয়ের পরিবারকে জটেশ্বরে আসার জন্য চাপ দিচ্ছিলেন দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী আধিকারিক। সেই কথা মাথায় রেখে রবিবার সকালে জটেশ্বর ফাঁড়িতে হাজির হন নাবালিকার বাবা। কিন্তু পুলিশ আধিকারিক তাঁকে মেজাজ দেখিয়ে ফিরে যেতে বলেন বলে অভিযোগ। এতেই উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়ে মেয়ের পরিবার। স্থানীয় তৃণমূল নেতারাও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে ওই পুলিশ আধিকারিক বিষয়টি নিয়ে জটেশ্বর ফাড়ির ওসির সাথে আলোচনার আশ্বাস দিলে নাবালিকার পরিবার ফাঁড়ি থেকে চলে যান।