কলকাতা, ২২ অক্টোবর, (হি.স.): দুই বাইকের রেষারেষিতে অষ্টমীর ভোরে প্রাণ গেল অষ্টাদশী তরুণীর। দুর্ঘটনার জেরে মোটরবাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির ছাত্রী রোশনি খানের।
রবিবার, অষ্টমীর দিন, ভোর ৫টা নাগাদ গড়িয়ার কামালগাজি উড়ালপুলের ওপর দুর্ঘটনা ঘটে। বাইক চালাচ্ছিলেন দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আকাশ মণ্ডল। বাইক থেকে পড়ে পায়ে গুরুতর আঘাত লেগেছে ওই তরুণেরও। অন্য মোটরবাইকটির খোঁজ চালাচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
রাতে ঠাকুর দেখে এক বন্ধুর বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন দ্বাদশ শ্রেণির পড়ুয়া রোশনি। পাশ থেকে আরেকটি বাইক ধাক্কা মারে তাঁদের বাইকটিকে। সেই দুর্ঘটনার অভিঘাতে মোটরবাইক থেকে উড়ালপুলের ডিভাইডারের ওপর আছড়ে পড়েন রোশনি। সেই সময়েই তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বালিয়ার সাহাপাড়ার বাসিন্দা ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাইক চালক আকাশ মণ্ডল দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের কলা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। পায়ে গুরুতর আঘাত লেগেছে ওই তরুণেরও।