নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা নিবেদন করবেন। শনিবার নয়াদিল্লিতে জাতীয় পুলিশ স্মৃতিসৌধে অমিত শাহ শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা জানাবেন। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণানয় সূত্রে এই তথ্য জানা গিয়েছে।
১৯৫৯ সালের ২১ অক্টোবর লাদাখের হট স্প্রিং এলাকায় সশস্ত্র চিনা বাহিনীর একটি অতর্কিত হামলায় ১০ জন পুলিশ কর্মী প্রাণ দিয়েছিলেন। ২১ অক্টোবর প্রতিবছর এই শহীদদের স্মরণে পুলিশ স্মৃতি দিবস পালিত হয়। পুলিশ কর্মীদের ত্যাগ এবং জাতীয় নিরাপত্তা ও ঐক্য বজায় রাখার ক্ষেত্রে পুলিশের অসামান্য ভূমিকাকে সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে ২০১৮ সালে নয়াদিল্লিতে ন্যাশনাল পুলিশ মেমোরিয়াল তৈরি করেছিলেন।
প্রতি বছর ২১ অক্টোবর পুলিশ স্মৃতি দিবসে সারাদেশে শহীদ পুলিশ কর্মীদের শ্রদ্ধা জানানো হয় । যার মূল অনুষ্ঠানটি জাতীয় পুলিশ স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয়, যা ঐতিহ্যগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে হয়। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং দিল্লি পুলিশের যৌথ কুচকাওয়াজেরও আয়োজন করা হয় এই অনুষ্ঠানে।