নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর : নিজের স্বপ সত্যি করতে পেরে বাকরুদ্ধ সিদ্ধার্থ সাহা। কুইলিং পেপার দিয়ে হৃদয় তৈরি করে গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ড এ নিজের নাম নথিভুক্ত করলেন সিদ্ধার্থ। এই খুশি তিনি শব্দে ব্যক্ত করতে পারছেন না। অত্যন্ত খুশি তার পরিবারের লোকজনও।
বেশ কয়েক বছর ধরেই গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নিজের নাম নথিভুক্ত করার জন্য কুইলিং পেপার দিয়ে হৃদয় তৈরি করেছিলেন সিদ্ধার্থ। প্রায় ২৫৫৫১ টি হৃদয় তৈরি করে বিশ্ব রেকর্ড করলেন সিদ্ধার্থ। ইতিমধ্যেই এই সার্টিফিকেট তার বাড়িতে এসে পৌঁছেছে। সে জানায়, বহু দিন ধরেই এই চেষ্টা চালিয়ে যাচ্ছিল সে। শেষ পর্যন্ত তিনি সাফল্য পেয়েছেন। আগরতলার নজরুল কলাক্ষেত্রে এক এক্সিবিশেন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ৪ জন পরীক্ষক গিনিজ বুকের তরফ থেকে উপস্থিত ছিলেন। শেষ পর্যন্ত প্রতিক্ষার অবসান হয়। তার বাড়িতে পৌছায় গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সার্টিফিকেট। সিদ্ধার্থ সাহার মা জানিয়েছেন, তিনি নিজে খুবই গর্বিত ছেলের উপর। বিভিন্ন প্রতিকূলতাকে হার মানিয়ে সে আজ তার লক্ষ্যে পৌছাতে পেরেছে বলে জানান তিনি। পরিবারের প্রত্যেকেই তাকে সমর্থন জানিয়েছে। আগামী দিনে এই ধরনের কাজ সিদ্ধার্থ অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

