ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর।। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার এক সামাজিক কর্মসূচি গৃহীত হয়। এদিন বিকেলে পশ্চিম ভুবনবনস্থিত নীলাজ্যোতি শিশু আবাসিক হোমে ৪৭ জন আবাসিক ছাত্রকে দুর্গাপূজা উপলক্ষে কিছু বস্ত্র সামগ্রী প্রদান করা হয়। সঙ্গে প্রায় সপ্তাহখানে চালিয়ে নেওয়ার মতো খাবার সামগ্রী প্রদান করা হয়। জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সদস্যদের উপস্থিতিতে সম্পাদক অভিষেক দে পরিচালকদের সঙ্গে মত বিনিময়কালে বলেন যে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি চালু থাকবে। অনুষ্ঠান শেষে জেআরসি-র সভাপতি সুপ্রভাত দেবনাথও তার সংক্ষিপ্ত কথায় বলেন ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় এ ধরনের কর্মসূচি হাতে নেয়া সম্ভবপর হয়েছে। পরিচালকদের সঙ্গে কথোপকথন কালে আরও কিভাবে আবাসিক পড়ুয়াদের সাহায্য সহযোগিতা করা যায় সে বিষয়ে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। মনোজ্ঞ অনুষ্ঠানে জেআরসি-র কার্যকরী সদস্য সুব্রত দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। শিশু আবাসিক হোমের পক্ষে ইনচার্জ দেবব্রত দেব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
2023-10-19

