শিলচর (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে সিআইএসএফ এবং আসাম পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ৪ কেজি নিষিদ্ধ মেটামফেটামিন ট্যাবলেট। মাদক ট্যাবলেট মেটামফেটামিন পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মিজোরামের দুই বাসিন্দাকে।
সিআইএসএফ এবং আসাম পুলিশের অভিযানে চারটি প্যাকেটে চার কেজি মেটামফিটামিন বাজেয়াপ্ত করা হয়েছে। আন্তর্জাতিক কালোবাজারে বাজেয়াপ্তকৃত চার কেজি মেটামফিটামিনের দাম প্রায় ১২ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এ খবর জানিয়ে আসাম পুলিশ এবং সিআইএসএফকে অভিনন্দন জানিয়েছেন।