আগরতলা, ১৯ অক্টোবরঃ ডেকোরেটার মালিকের অবহেলায় প্রান হারালো এক শ্রমিক। ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মোটরস্ট্যান্ডে । দূর্গাপূজার প্যান্ডেল নির্মানের দায়িত্ব দেওয়া হয়েছে শান্তির বাজারের স্থানীয় ডেকোরেটর দেবু সাহাকে। অভিযোগ দেবু সাহা কোনোপ্রকারের নিরাপত্তা ছাড়াই শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ। এতে করে অকালে মৃত্যুর মুখে ঢলে পড়ল অসীম বরুয়া নামে এক ব্যক্তি। সমস্ত নির্দেশিকা মেনে পূজা প্যান্ডেল নির্মান হচ্ছে কিনা তার জন্য বিশেষ গুরত্ব দিয়েছেন প্রশাসন। কিন্তু প্যান্ডেল নির্মানকারীরা সঠিকভাবে সতর্কতা অবলম্বন করে প্যান্ডেল নির্মান করছে কিনা তার দিকে নজর দেননি। প্রশাসন যদি সঠিকভাবে নজর দিতেন তাহলে অসীম বরুয়াকে অকালে চলে যেতে হতোনা বলে অভিমত তার পরিবারের। পূজা প্যান্ডেল নির্মানকারী দেবু সাহার গাফিলতির কারনে এই দুর্ঘটনায় প্রান হারালো অসীম বরুয়া। প্যান্ডেল নির্মাণ করতে গিয়ে উপর থেকে পরে যায় সে। কোনো ধরনের নিরাপত্তা সামগ্রী না থাকায় ঘটনাস্থলেই প্রান হারায় সে। এখন প্রশাসন কি ব্যবস্থা গ্রহন করে সেটাই দেখার।