আগরতলা, ১৮ অক্টোবর: ত্রিপুরা হাইকোর্টের নতুন বিচারপতি পদে নিযুক্তি পেলেন সব্যসাচী দত্ত পুরকায়স্থ এবং বিশ্বজিৎ পালিত। সুপ্রিম কোর্টের কলিজিয়াম তাঁদের নিযুক্তিতে সুপারিশ করেছিল। আজ তাতে রাষ্ট্রপতির অনুমোদন মিলেছে।
বিশ্বজিৎ পালিত বর্তমানে ত্রিপুরা সরকারের আইন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে সব্যসাচী দত্ত পুরকায়স্থ বর্তমানে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমির অধিকর্তা পদে কর্মরত রয়েছেন। এখন ত্রিপুরা হাইকোর্টে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং সহ রয়েছেন বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি অরিন্দম লোধ।
আজ কেন্দ্রীয় আইন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল তাঁর এক্স(টুইটার) বার্তায় জানিয়েছেন, ভারতের রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে আলোচনা ক্রমে বিভিন্ন হাইকোর্টে বিচারপতি এবং অতিরিক্ত বিচারপতির নিযুক্তিতে সম্মতি দিয়েছেন। ওই বার্তায় সাথে তিনি ১৭ জন বিচারপতির নিযুক্তির তালিকা জুড়ে দিয়েছেন। ওই তালিকায় ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি হিসাবে সব্যসাচী দত্ত পুরকায়স্থ এবং বিশ্বজিৎ পালিতের নাম রয়েছে।