মুম্বই, ১৮ অক্টোবর (হি.স.) : মুম্বইয়ের ডিআরআই ৭ কেজি কোকেন ড্রাগ উদ্ধার করেছে। চারজনকে গ্রেফতারও করেছে ডিআরআই। মুম্বইতে চারটি আলাদা আলাদা মামলায় রাজস্ব গোয়েন্দা বিভাগ-ডিআরআই-এর দল ৭ কেজি কোকেন ড্রাগ উদ্ধার করেছে এবং ৪ জনকে গ্রেফতার করেছে। যে মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে তার আনুমানিক মূল্য ৭০ কোটি টাকা।
ডিআরআইয়ের এক আধিকারিক বুধবার সাংবাদিকদের জানান, মাদক সংক্রান্ত চারটি পৃথক মামলায় এক মহিলাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত চারজনের মধ্যে দুজন ভারতীয় নাগরিক এবং দুজন বিদেশী নাগরিক। দুই ধৃত তাদের ট্রলি ব্যাগে লুকিয়ে মাদকদ্রব্য নিয়ে আসছিল। অন্য দুই ধৃত মাদকের ক্যাপসুল গিলে ফেলায় তাদের জেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিআরআই-য়ের দল ঘটনার তদন্ত শুরু করেছে।

