নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ১৮ অক্টোবর : অটো চালককে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে কাঞ্চনপুর মহকুমার সাতমালা এলাকা। ঘটনায় যুক্ত দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে যান চালকরা মহকুমার ব্যস্ততম দশদা- কাঞ্চনপুর সড়ক অবরোধ করে। দীর্ঘ তিন ঘন্টা অবরোধের পর কাঞ্চনপুর থানার অফিসার ইনচার্জ উদয়ন দেববর্মা দুষ্কৃতীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেওয়ার পর সড়ক-অবরোধ প্রত্যাহার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মিশ্র বসতিপূর্ণ কাঞ্চনপুর মহকুমার সাতনালা -দশদা এলাকায় জাতি-উপজাতিদের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার বিবরনে জানা যায় সাতমালা এলাকার বাসিন্দা প্রদীপ রিয়াংয়ের নেতৃত্বে একদল দুষ্কৃতীকারী সাতমালা বাজার সংলগ্ন এলাকায় বিকাশ দাস নামে এক অটো চালককে আচমকা আক্রমণ করে ।প্রায় তিন চারজন মিলে অটো চালকে বেধড়কভাবে মেরে আহত করে ফেলে যায় বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষুব্ধ যানচালকরা সাতমালা বাজার সংলগ্ন দশদা-কাঞ্চনপুর সড়ক অবরোধ করে রাখে ।
দীর্ঘক্ষন সড়ক অবরোধ চলতে থাকে। ঘটনার খবর পেয়েই কাঞ্চনপুর থানার পুলিশ অফিসার উদয়ন দেববর্মার নেতৃত্বে একদল পুলিশবাহিনী ঘটনারস্থলে ছুটে আসেন। উদয়ন দেববর্মা এসেই যানচালকদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। শেষপর্যন্ত রাতের মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতারের প্রতিশ্রুতি পাওয়ার পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। আচমকা মহকুমার ব্যস্ততম সড়ক অবরুদ্ধ হয়ে পড়ায় সড়কের দু’পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সাথে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। অভিযুক্তদের আটক না করা হলে ফের সড়ক অবরোধের হুশিয়ারি দিয়েছেন তারা।