একদিনের প্রদর্শনী হ্যান্ডবল অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। ত্রিপুরায় হ্যান্ডবল খেলার মান উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে    ত্রিপুরা হ্যান্ডবল এসোসিয়েসনের  উদ্যোগে আজ, মঙ্গলবার একদিনের প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল।  সে অনুযায়ী ত্রিপুরা উমাকান্ত প্লে সেন্টারে আয়োজিত এই একদিনের খেলায় ত্রিপুরা এন আই টি, ত্রিপুরা পুলিশ টিম, উমাকান্ত প্লে সেন্টার অংশগ্রহণ করেছে। সকাল আটটায় খেলা শুরু হলেও বিকেলে চূড়ান্ত খেলার মধ্য দিয়ে তার সমাপ্তি হয়েছে। এক দিবসীয় প্রদর্শনী ম্যাচ ঘিরে মাঠে হ্যান্ডবল প্রেমীদের উৎসাহ  চোখে দেখার মতো ছিল। একদিনের আয়োজন সাফল্যমন্ডিত হওয়ায় সংস্থার পক্ষ থেকে সভাপতি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।