কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.) : নিয়োগ দুর্নীতি মামলায় আবার এক জন গ্রেফতার সিবিআইয়ের হাতে। সোমবার গ্রেফতার হলেন ওএমআর শিট প্রস্তুতকারক সংস্থা এস এন বসু রায় অ্যান্ড কোম্পানির আধিকারিক পার্থ সেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কিছু দিন আগে তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন পার্থ।
নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পার্থ সেন। ওএমআর শিট নষ্টের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন ধৃত ব্যক্তি।
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি। গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ প্রশাসনের শীর্ষস্থানীয় একাধিক ব্যক্তি। দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ক্রমাগত প্রকাশ্যে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য।
বেশ কিছুদিন আগেই সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল, ওএমআর শিট বিকৃত করা হয়েছে। তার জন্য কমিটি তৈরি করা হয়েছিল বলেও আদালতে দাবি করেছিল সিবিআই।
এবার ওএমআর শিট নষ্ট করার ঘটনায় জড়িত সন্দেহে বসু রায় কোম্পানির পার্থ সেনকে গ্রেফতার করল সিবিআই। দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন পার্থ। তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল। এবার গ্রেফতার করা হল তাঁকে।