নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৫ অক্টোবর : উত্তর জেলা পুলিশের হাতে সাড়ে চার কোটি টাকার ওপর ইয়াবা ট্যাবলেট সহ চালক গ্রেপ্তার।
ঘটনার বিবরণে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে বাগবাসা থানার পুলিশ উৎপেতে বসেছিল। চলছিল একের পর এক তল্লাশি।পরে এন এল ০১ এল ৭১০৯ নম্বরের একটি লরি সিমেন্ট বোঝাই করে যাওয়ার সময় পুলিশ গাড়িটিতে তল্লাশি চালায়। লরির গোপন চেম্বার থেকে সাড়ে নয় হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে এদিন। যার মূল্য প্রায় সাড়ে চার কোটি টাকার অধিক বলে জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। ঘটনায় লরি চালক দেবব্রত দে -কে পুলিশ গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তার বাড়ি গোমতী জেলার উদয়পুরে। এনডিপিএস ধারা অনুযায়ী মামলা নিয়ে উত্তর জেলা পুলিশ জোড় তল্লাশি শুরু করেছে। ধারণা করা হচ্ছে বাঙালির মহোৎসব দুর্গাপূজা যত এগিয়ে আসছে এই সুযোগকে কাজে লাগিয়ে নেশা কারবারীরা রাজ্যে নেশার জাল ছড়িয়ে একটা বিশাল অংক কামাই করার পরিকল্পনা নিয়ে রেখেছে। পুলিশ সেই পরিকল্পনার বিরুদ্ধে কতটা কঠোর হতে পারে সেটাই দেখার এখন।
2023-10-15

