BRAKING NEWS

শিলঙের নেইগ্রিমস-এ আঞ্চলিক ক্যানসার কেন্দ্র সহ ছয়টি প্ৰকল্পের উদ্বোধন কেন্দ্ৰীয় স্বাস্থ্যমন্ত্ৰী মান্ডবিয়ার

শিলং, ১৪ অক্টোবর (হি.স.) : কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত এবং মানসম্পন্ন পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসেব আজ নর্থ-ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল হেল্থ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স (নেইগ্রিমস)-এ আঞ্চলিক ক্যানসার কেন্দ্ৰ সহ ছয়টি স্বাস্থ্য সম্পৰ্কিত প্ৰকল্পের উদ্বোধন করা হয়েছে। বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. মনসুখ মান্ডবিয়া।

আজ শনিবার বিকাল তিনটা নাগাদ নাগাল্যান্ডের কোহিমা থেকে আসেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী ড. মনসুখ মান্ডবিয়া। এখানে এসে নেইগ্রিমস চত্বরে তিনি আঞ্চলিক ক্যানসার কেন্দ্ৰের পাশাপাশি আন্ডার-গ্র্যাজুয়েট মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজের নতুন ভবন, হস্টেল, মডুলার অপারেশন থিয়েটার এবং একটি নতুন গেস্ট হাউসের উদ্বোধন করেছেন।

জানা গেছে, আগামীকাল রবিবার সকাল ১০টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্ৰী ড. মনসুখ মান্ডবিয়া রি-ভই জেলার অন্তর্গত উমসো নংখারাই স্বাস্থ্য উপ-কেন্দ্র পরিদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *