নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ১১ অক্টোবর৷৷ বিয়ের চাপে রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন পরিবর্তন করা হয়েছে৷ ২৩ নভেম্বরের পরিবর্তে রাজস্থানে ২৫ নভেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে৷ জাতীয় নির্বাচন কমিশন আজ এক প্রেস বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন৷
কমিশন জানিয়েছে, ৯ অক্টোবর ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দিনক্ষন ঘোষণা দেওয়া হয়েছিল৷ ঐ সূচি অনুযায়ি রাজস্থানে ২৩ নভেম্বর বিধানসভা নির্বাচনের দিন স্থির ছিল৷ কিন্তু, ঔ রাজ্য থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা এবং বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে নির্বাচনের দিন পরিবর্তন করার জন্য কমিশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে৷ কারণ, ২৩ নভেম্বর রাজস্থানে বড়মাত্রায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ ফলে, ঐ দিন নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণের বিভিন্ন সমস্যার সম্মুখিন হতে হবে৷ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কমিশন রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন ২৩ নভেম্বরের পরিবর্তে ২৫ নভেম্বর চূড়ান্ত করেছে৷
রাজস্থানে বিধানসভা নির্বাচনের সংশোধিত সূচি অনুযায়ী ৩০ অক্টোবর বিজ্ঞপ্তি জারি হবে৷ ঐ রাজ্যের মনোনয়নপত্র জমা দেওয়া অন্তিম তারিখ ৬ নভেম্বর, সুকটিনি ৭ নভেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের অন্তিম তারিখ ৯ নভেম্বর স্থির করা হয়েছে৷ নির্বাচন ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং ফলাফল পূর্বের নির্ধারিত সূচি অনুযায়ী ৩ ডিসেম্বর ঘোষণা দেবে কমিশন৷