নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১১ অক্টোবর : হঠাৎ পথচারীদের উপরে ভীমরুলের হামলা। এই হামলার ফলে তিনজন হাসপাতালের বিছানায়। এর মধ্যে দুই জন অচৈতন্য অবস্থায় রয়েছে। অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তাদের চিকিৎসা চলছে বর্তমানে।
ঘটনা বুধবার দুপুরে বিলোনিয়া উত্তর ভারত চন্দ্র নগর এলাকায়। এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকা জুড়ে। তবে কেন, কোথা থেকে একঝাঁক ভীমরুল দল উড়ে এসে হামলা চালাচ্ছে তা নিয়ে রীতিমত আতঙ্ক দেখা দিয়েছে পথচারী থেকে শুরু করে এলাকার জনগণের মধ্যে। ঘটনার বিবরণে জানা যায়, উত্তর ভারত চন্দ্রনগর এলাকার রাস্তা দিয়ে, আসার সময় হঠাৎ এক ঝাঁক ভীমরুলের দল পথচারীদের উপর আক্রমন চালায়। বেশ কয়েকজন পথচারী ভীমরুলের আক্রমন থেকে রক্ষা পেলেও তিন জন পথচারী ভিমরুলের আক্রমণ থেকে রেহাই পায়নি। কোন মতে এলাকাবাসীদের সহায়তায় চিকিৎসার জন্য তিন জনকে নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা।