হাফলং (অসম), ৬ অক্টোবর (হি.স.) : অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ে কি আরও একটি নতুন জঙ্গি সংগঠন আত্মপ্রকাশ করতে চলছে। শুক্রবার ডিমা হাসাও জেলা কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করে প্ৰশ্ন সংবলিত এই অভিযোগ উত্থাপন করেছেন সমরজিৎ হাফলংবার।
শুক্রবার বিকালে হাফলং রাজীব ভবনে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ উত্থাপন করে বলেন, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের হামরি নির্বাচন কেন্দ্রের থাইজুয়ারিতে ডিএলডিডি নামের কোনও একটি সংগঠন ওই অঞ্চলের সাধারণ মানুষকে একটি রাজনৈতিক দলের কোনও এক বিশেষ ব্যক্তিকে আগামী উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনে ভোট দেওয়ার জন্য হুমকি প্রদান করছে। এমন-কি মাইবাং এলাকায় শান্তি চুক্তিতে স্বাক্ষর করা ডিএনএলএ জঙ্গি সংগঠনের নাম করে রাতে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে কোনও একটি রাজনৈতিক দলকে বলে অভিযোগ উত্থাপন করে সমরজিৎ হাফলংবার ডিএনএলএ জঙ্গি সংগঠনকে এ ব্যাপারে তদন্ত করে দেখার আহ্বান জানানোর পাশাপাশি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের নির্বাচনের আগে ডিএলডিএ-র নাম করে যে ভাবে হুমকি প্রদর্শন করে কোনও এক বিশেষ রাজনৈতিক দলকে ভোট দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে এ নিয়ে ডিমা হাসাও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের সভাপতি সমরজিৎ হাফলংবার।