শান্তিরবাজার, ৫ অক্টোবর: রাতাছড়া এলাকায় মালবাহী ট্রাক দুর্ঘটনায় গুরুতর আহত দুই। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছপ মনপাথর ফাঁড়ী থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্তে নেমেছেন।
ঘটনার বিবরনে জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩ ঘটিকায় শান্তির বাজার মহকুমার পতিছড়ীর রাতাছড়া এলাকায় টি আর ০৩ এফ ১৯৪০ নাম্বারের মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের পাশ্ববর্তী এলাকায় গিয়ে পরে। এতে করে গাড়ির চালক ও সহ চালক গুরতর আহত হয়েছেন। আরও জানা যায় ট্রাকটি আগরতলা থেকে সাব্রুমের উদ্দ্যেশ্যে যাচ্ছিলো। পতিছড়ীর রাতাছড়া এলাকায় পোঁছানোর সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রয় হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। দমকলবাহিনীরা তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালপ নিয়ে গিয়েছেন।

