বাকসা (অসম), ৫ অক্টোবর (হি.স.) : বাকসা জেলার অন্তর্গত মুসলপুরের বাথৌফুরিতে জেলা ক্ৰীড়া স্টেডিয়ামের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয় করে নিৰ্মাণ হবে এই স্টেডিয়াম। এ উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে উন্নয়নমূলক বেশ কয়েকটি প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী বলেন, বড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর)-এর আরও বিকাশ ও উন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন প্ৰকল্প হাতে নিয়েছে৷ ৪০ বিঘা জমিতে প্ৰায় ৪৩ কোটি টাকা ব্যয়সাপেক্ষে তামুলপুর স্টেডিয়ামে থাকবে সুইমিংপুল, ভলিবল, টাইকোয়ান্ডো, সিনথেটিক অ্যাথলেটিকস ট্ৰ্যাক ইত্যাদি৷
আগামী ১২ এবং ১৩ অক্টোবর অরুণোদয় প্রকল্পের সুবিধাভোগীদের অনুমোদনপত্ৰ প্ৰদান করার পাশাপাশি শীঘ্ৰ বেকার যুবক-যুবতীদের শিল্প স্থাপনের জন্য দু লক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে, ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি ‘মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম স্কিম’-এর অধীনে আর্থিক সহায়তার জন্য আবেদন করে শিল্পোদ্যগী হওয়ার জন্য বিটিআর-এর বেকার যুবক-যুবতীদের কাছে আবেদন করেছেন। এছাড়া আত্মসহায়ক গোটগুলির প্ৰত্যেক সদস্যকেও আৰ্থিক অনুদান দেওয়া হবে বলে ঘোষণা করে ‘অমৃত বৃক্ষ’-এর যত্ন নেওয়ার আহ্বান জানান৷
আসাম পুলিশে ৫,৬০০টি শূন্যপদ পূরণের জন্য আসন্ন বিজ্ঞাপনের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিটিআর-এর যুবকদের এই কর্মসংস্থানের সর্বোত্তম সুযোগ নেওয়ার আহ্বান জানান।
অন্যদিকে বাকসার জেলা কমিশনারের কাৰ্যালয় নির্মাণের জন্য ২৫ কোটি এবং আবৰ্ত ভবন নিৰ্মাণের জন্য ৫ কোটি টাকা অনুদান দেওয়া হবে বলেও আজকের সমাবেশে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ কেবল তা-ই নয়, বিটিআর অঞ্চলের রাস্তাঘাট নিৰ্মাণের জন্যও অসম সরকার ৫০০ কোটি টাকা আৰ্থিক অনুদান দেবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্ৰী ড. শর্মা৷
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, আসন্ন লোকসভা নিৰ্বাচনে কোকরাঝাড় এবং দরং-ওদালগুড়ি আসনে বিজেপি ও ইউপিপিএল আলোচনা করে সর্বসম্মত প্রার্থী দেবে৷
আজকের অনুষ্ঠানে অন্য বহু বিশিষ্টজনের মধ্যে ছিলেন তাঁত, বস্ত্র ইত্যাদি বিভাগের মন্ত্রী উৰ্খাও গৌরা ব্রহ্ম, বিটিআর-প্রধান প্রমোদ বড়ো, বিটিআর-এর প্রিন্সিপাল সেক্রেটারি আকাশ দীপ, মঙ্গলদৈয়ের সংসদ দিলীপ শইকিয়া প্রমুখ।