বরপেটা রোডে ডাম্পার-অল্টো সংঘৰ্ষ, হত দুই, আহত তিন

বরপেটা রোড (অসম), ৫ অক্টোবর (হি.স.) : বরপেটা রোডে ডাম্পার এবং অল্টো কে১০ কারের মুখোমুখি সংঘর্ষে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহতদের সংকটজনক অবস্থায় পাঠানো হয়েছে বরপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাদের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় নিহতদের ঋতুমণি রায় এবং নিৰ্মল দাস বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, বুধবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ বরপেটা রোডের ২৭ নম্বর জাতীয় সড়কে শোকাবহ এই দুৰ্ঘটনা সংঘটিত হয়েছে৷ গুয়াহাটি থেকে সরভোগগামী নম্বর প্লেট বিহীন অল্টো কে১০ এবং বরপেটা রোড থেকে হাউলি অভিমুখী তীব্ৰবেগী একটি ডাম্পারের মুখোমুখি সংঘৰ্ষ হয়। ওই সংঘর্ষে অল্টোটি চিড়ে-চ্যাপটা হয়ে যায়। ফলে অল্টোর পাঁচ যুব-আরোহী গুরুতরভাবে ঘায়েল হন।

বেশ কিছুক্ষণ পর খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। তারা আহত পাঁচজনকে গাড়ির ভিতর থেকে বের করে নিয়ে যান বরপেটা রোড সরকারি হালপাতালে। কিন্তু হাসপাতালের ডাক্তার ঋতুমণি রায় এবং নিৰ্মল দাসকে মৃত বলে ঘোষণা করে আহত তিনজনের অবস্থা সংকটজনক বলেবরপেটা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

গুরুতরভাবে আহত তিন যুবককে জিতুমণি রায়, দ্বীপজ্যোতি রায় এবং জুয়েলজ্যোতি রায় বলে পরিচয় পাওয়া গেছে৷ হতাহত সকলের বাড়ি সরভোগে৷