আগরতলা, ৪ অক্টোবর : বিদ্যুৎ মাসল বৃদ্ধি নিয়ে কংগ্রেসের জেলা কমিটি ও ব্লক কমিটিকে আন্দোলনে নামার ঘোষণা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। পাশাপাশি বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সদর জেলা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে প্রদেশ সভাপতি আশীষ কুমার সাহা বলেন, বিদ্যুৎ মাসুম বৃদ্ধি করে রাজ্যবাসীর কাঁধে অনৈতিকভাবে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আগরতলা পুরো নিগমের সম্পদ বৃদ্ধি যা কোনমতেই মেনে নেওয়া যাচ্ছে না। পুর নিয়ম থেকে গত দু-তিন দিন ধরে পুজোর আগে গরিব ফুটপাত ব্যবসায়ীদের উপর নির্মম ভয়াবহ অত্যাচার নামিয়ে এনেছে। দেখা যাচ্ছে খোদ মেয়র রাস্তায় নেমে ব্যবসায়ীদের দোকানপাট ভেঙ্গে দিচ্ছে।
এদিন তিনি আরো বলেন ,ভান্ডার লাইসেন্স থাকলেও দোকান তুলে নিয়ে যাচ্ছে। এক ধ্বংসলীলা তান্ডব শুরু হয়েছে। ইতিপূর্বে পুরো নিগমকে সতর্ক করে দেয়া হয়েছিল, কিন্তু পুর নিগম কর্ণপাত না করায় আগামী ৭ই অক্টোবর পুর নিগম অভিযানে নামছে সদর জেলা কংগ্রেস বলে জানান আশিস বাবু।