নগাঁও (অসম), ৪ অক্টোবর (হি.স.) : নগাঁওয়ে ১০ অক্টোবরের মধ্যে চা শ্ৰমিকদের বোনাস প্রদানের নিৰ্দেশ দিয়েছেন জেলাশাসক নরেন্দ্র কুমার শাহ। আজ বুধবার জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রশাসনিক সভায় এই নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
জেলাশাসক নরেন্দ্ৰ কুমার শাহের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আসন্ন দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সভায় ২০২২-২৩ বৰ্ষের জন্য চা বাগানের শ্ৰমিকদের বোনাস প্ৰদানের বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়।
সভায় অতিরিক্ত জেলাশাসক লক্ষ্যজ্যোতি দাস আসন্ন দুৰ্গোৎসবের পরিপ্ৰেক্ষিতে নগাঁও জেলার অন্তৰ্গত চা বাগানের শ্ৰমিকদের বোনাস সম্পর্কিত বিষয়াবলি নিয়ে আলোচনার জন্য প্রস্তাব পেশ করেন। সহকারী শ্ৰম আয়ুক্ত নরেশ দাস উপস্থিত সকলকে নীতি অনুসারে বোনাস প্ৰদান সম্পর্কিত টেকনিক্যাল বিষয়াদি অবগত করে চা বাগানের মানেজারদের নিজ নিজ শ্ৰমিক সংঘের সঙ্গে কথা বলে বোনাসের শতাংশ ও বিতরণের ব্যাপারে পারস্পরিক সমঝোতায় উপনীত হওযার পরামর্শ দিয়েছেন।
জেলাশাসক নগাঁও জেলার অন্তৰ্গত চা বাগানের প্ৰত্যেক প্ৰতিনিধিকে বোনাস প্ৰদান সম্পর্কে তাঁদের বৰ্তমান স্থিতি এবং কার্য পরিকল্পনার বিষয়ে খোঁজ নিয়েছেন। এর পরই জেলাশাসক চা বাগানের ম্যানেজারদের আগামী ১০ অক্টোবরের মধ্যে বোনাস প্ৰদান করতে নিৰ্দেশ দেন। সঙ্গে তিনি বলেন, অসম চা নিগম লিমিটেডের অধীনে পরিচালিত চা বাগানগুলি সরকারি নিৰ্দেশনা অনুসারে বোনাস পাবে। এদিন জেলাশাসক আসন্ন দুর্গোৎসব উপলক্ষ্যে উপস্থিত সকলকে আগাম শুভেচ্ছা জ্ঞাপন করে শান্তিপূৰ্ণভাবে উৎসব উদযাপন করতে আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার প্ৰণবজ্যোতি কলিতা চা বাগানের ম্যানেজারদের বোনাসের অর্থ সংগ্ৰহ, ট্ৰেনজিট এবং বোনাস প্ৰদানের নিৰ্ধারিত তারিখ সম্পর্কে সংশ্লিষ্ট আইন প্ৰয়োগকারী কৰ্তৃপক্ষকে আগাম অবগত করতে আহ্বান জানিয়ে সূৰ্যাস্তের আগে টাকা প্ৰদান করা বাঞ্ছনীয় বলে আবেদন জানান।
মহকুমা পুলিশ আধিকারিক রূপজ্যোতি দত্ত, নগাঁও সদর, সামাগুড়ি, কলিয়াবর, কামপুর এবং রহা রাজস্ব সার্কল অফিসার, নগাঁও জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক, নগাঁও জেলার অন্তৰ্গত চা বাগানগুলির ম্যানেজার ও প্ৰতিনিধি, অসম চা শ্ৰমিক সংঘের পদাধিকারী-সদস্য, চা বাগানের অন্যান্য সংঘ/সংগঠন, সংশ্লিষ্ট অন্যান্য অংশীদার এবং শ্ৰম বিভাগের আধিকারিকগণ আজকের বৈঠকে অংশগ্রহণ করেছেন।