উত্তর ২৪ পরগণা, ৪ অক্টোবর (হি. স.) : এবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁয় নিউ টাউনের বিশ্ববাংলা গেটের মতো ‘গেটওয়ে অব বেঙ্গল’ তৈরির পরিকল্পনা করেছে পুর কর্তৃপক্ষ।
এই বিষয়ে পুরসভা সূত্রে জানা গিয়েছে, বনগাঁ-চাকদা রোডের উপর পূর্ত দফতরের জায়গায় তৈরি হবে এই গেটওয়ে অব বেঙ্গল। এর উচ্চতা হবে ৫৫ ফুট, চওড়া হবে ৪০ ফুট। রেস্তরাঁয় ওঠার জন্য দু’টি লিফট থাকবে। রেস্তোরাঁয় দেশি ও বিদেশি সুস্বাদু বিভিন্ন ধরণের খাবারও পাবেন পর্যটকরা। এছাড়া থাকছে পর্যটকদের জন্য বিনোদনের ব্যবস্থা। বনগাঁ শহরের এই গেটওয়ে অব বেঙ্গলে একসঙ্গে ৫০ জনের বসে খাওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে।
গেটওয়ে অব বেঙ্গলে রেস্তোরাঁ-সহ যাবতীয় বিনোদন ব্যবস্থার পরিচালনার দায়িত্বে থাকছে বনগাঁ পুরসভা। রেস্তোরাঁয় রান্নার কাজে মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। এছাড়া যেহেতু বিদেশি খাবারও সেখানে পাওয়া যাবে, তাই ওই ধরণের খাবার তৈরিতে যাঁরা পারদর্শী তাঁদের কর্মসংস্থানও হবে ওই রেস্তোরাঁয়া। আর এই কর্মসংস্থানের সুযোগ দেবে বনগাঁ পুরসভা।
ইতিমধ্যেই এই কাজের নকশাও তৈরি হয়ে গিয়েছে বলে জানান পুরসভার পুরপ্রধান। প্রাথমিতভাবে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের পক্ষ থেকে সম্মতিও পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে খুব দ্রুতই এই বিষয়ে সবুজ সঙ্কেত পাওয়া যাবে বলে আশাবাদী পুরপ্রধান গোপাল শেঠ। আর সবুজ সঙ্কেত পেতেই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান তিনি। সেক্ষেত্রে আগামীদিনে বনগাঁবাসী যে নতুন এক উপহার পেতে চলেছেন, তা বলাই যায়।