কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত ধর্মনগরে 

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৩ অক্টোবর :  সমগ্র দেশ জুড়ে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচির অঙ্গ হিসাবে ধর্মনগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার । উত্তরপ্রদেশের লক্ষিমপুরে যখন কৃষি আইনের বিরোধিতা করে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নগুলির  যৌথ উদ্যোগে এক সভা চলছিল তখন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেরির পুত্র গাড়ি চালিয়ে চারজন কৃষক এবং একজন সাংবাদিককে মেরেছিল। তার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অজয় মিশ্র টেরির পদত্যাগ দাবি করেছিল বিরোধীরা। কিন্তু আজ পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে অজয় সিংহ টেরির বিরুদ্ধে কোন ধরনের সক্রিয় পদক্ষেপ গ্রহণ করেনি কেন্দ্রীয় সরকার। অপরদিকে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির ধর্মের নামে যে রাজনীতি চলছে তাতে ভারতবর্ষে সাধারন মানুষের গণতন্ত্র পদদলিত বলে অভিযোগ তোলা হয়। দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে দেশের সাধারণ মানুষ বেঁচে থাকার ন্যূনতম রসদ যোগাড় করা পর্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার অর্থাৎ তিন অক্টোবর কেন্দ্রীয়ভাবে ধর্মনগরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে নেতৃত্ব দেন উত্তর জেলা বামফ্রন্টের সম্পাদক অমিতাভ দত্ত এবং কদমতলা বামফ্রন্টের বিধায়ক ইসলাম উদ্দিন সহ অন্যান্যরা। এদিন নেতৃত্বরা জানিয়েছেন, বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদ জানানোই হচ্ছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নগুলির মুখ্য উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *