BRAKING NEWS

সি.আই.টি.ইউ-র রাজ্য কমিটির অফিসে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ৭৮ তম প্রতিষ্ঠা দিবস পালিত 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: 

মঙ্গলবার সি.আই.টি.ইউ-র রাজ্য কমিটির অফিসে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের ৭৮ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন করেন সি.আই.টি.ইউ-র রাজ্য সভাপতি মানিক দে। উপস্থিত ছিলেন সি.আই.টি.ইউ-র রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। সি.আই.টি.ইউ-র রাজ্য সভাপতি মানিক দে জানিয়েছেন, ৯০ এর দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নকে দুর্বল করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে প্রয়াস চালিয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন শ্রমিক অংশের মানুষের একটা লড়াকু সংগঠন। এই সংগঠন দায়িত্ব নিয়ে তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। সমগ্র বিশ্ব তাকিয়ে রয়েছে শ্রমজীবী মানুষের দিকে। কারন মন্দা চরম পর্যায়ে চলে গিয়েছে। মূল্য বৃদ্ধি ঘটছে। বেকারত্ব চরম পর্যায়ে চলে গিয়েছে। দুর্নীতি চরম পর্যায়ে চলে গেছে। এর বিরুদ্ধে আন্দোলনে নামা ছাড়া আর কোন পথ নেই এদিন উল্লেখ করেছেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *