ভোপাল, ২ অক্টোবর (হি.স) : মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জাতির জনক মহাত্মা গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে তাঁদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। জন্মবার্ষিকী উপলক্ষ্যে শিবরাজ সিং চৌহান উভয় ব্যক্তিত্বকে বিশেষভাবে স্মরণ করেছেন। শ্রদ্ধা জানিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানান, জাতির জনক মহাত্মা গান্ধী একটি মুখ নয়, একটি চরিত্র, গান্ধী একটি ব্যক্তি নয়, একটি ধারণা। গান্ধীজি হলেন ভারত মাতার সুপুত্র, তিনি জাতির শ্রেষ্ঠ মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাপুর জন্মবার্ষিকীতে তাঁকে অনেক শ্রদ্ধা।
অন্য একটি বার্তায় মুখ্যমন্ত্রী চৌহান ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেন। তিনি বলেন “জয় জওয়ান, জয় কিষান”। এটি হল শাস্ত্রীজির স্লোগান। এই স্লোগান শুধুমাত্র দেশবাসীকেই জাগিয়ে তোলেনি, বরং বিশ্বকে ভারতের আসল শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। এই স্লোগানে অনুপ্রাণিত হয়ে, আমাদের কৃষকরা দেশের শস্য ভাণ্ডার ভরিয়েছিল এবং আমাদের সৈন্যরাও ১৯৬৫ সালের যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীকে যোগ্য জবাব দিয়েছিল। আমি লাল বাহাদুর শাস্ত্রীজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাচ্ছি বলেও উল্লেখ করেন শিবরাজ সিং চৌহান।