নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২রা অক্টোবর : সোমবার ২ রা অক্টোবর সকাল এগারটায় সিপিআইএম বিলোনীয়া বিভাগীয় দপ্তরে আসেন সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা রাজ্যের প্রাক্তন অর্থ মন্ত্রী বাদল চৌধুরী। সিপিআইএম এর এই প্রবীণ নেতা দলের বর্তমান কাজকর্ম , পার্টি নেতৃত্ব , সাধারণ কর্মীদের সম্পর্কে ও খোঁজ খবর নেন তিনি। উপস্থিত পার্টি নেতৃত্বগন চলমান বিভিন্ন পার্টির কাজকর্ম ও আগামী কর্মসূচী সম্পর্কে উনাকে অবহিত করেছেন এদিন। এছাড়া বিলোনীয়া জোলাইবাড়ী নির্মীয়মান জাতীয় সড়কের কাজের অগ্রগতি সম্পর্কে ও তিনি জানতে চেয়েছেন বলে খবর।
বিধায়ক দীপঙ্কর সেন জানান, বিগত কয়েক দিন আগে দক্ষিণ ত্রিপুরা জেলা শাসকের আয়োজিত সভায় এই বিষয়ে জানতে চাওয়া হলে জেলা শাসক জানান ডিসেম্বরের মধ্যে এই কাজ শেষ হবে। এছাড়াও বিভিন্ন অসুস্থ এবং আক্রান্ত মানুষদের ও খোঁজখবর নিয়েছেন প্রাক্তন মন্ত্রী এদিন। বিভাগীয় দপ্তরের এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম বিলোনিয়া মহকুমা সম্পাদক তাপস দত্ত, জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, বিধায়ক দীপঙ্কর সেন, সহ দলের অন্যান্য নেতৃত্বরা, সন্ধ্যায় তিনি আগরতলা ফিরে যাওয়ার কথা রয়েছে।