ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।। ত্রিপুরা আগামীকাল রাজস্থানের বিরুদ্ধে খেলবে। খেলা নয়া দিল্লির রেলওয়ে স্টেডিয়ামে। বিকেল সাড়ে তিনটায়। ত্রিপুরা দলের সুপ্ত আকাঙ্খা রয়েছে গ্রুপ লীগে নিজেদের শেষ ম্যাচে জয়ের স্বাদ নিয়ে ঘরে ফেরা। মূল পর্ব অর্থাৎ সেমিফাইনালে খেলার স্বপ্ন এবারও অধরা থেকে যাচ্ছে। কেননা ইতোমধ্যে গ্রুপ-সি থেকে আয়োজক দিল্লি গ্রুপ লীগের চার ম্যাচের সবকটিতে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব পেয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। জুনিয়র বালক জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা বিধানচন্দ্র রায় ট্রফি ফুটবল আসরের সি গ্রুপের লিগ পর্যায়ের খেলা আগামীকাল শেষ হচ্ছে। নিজেদের চতুর্থ তথা অন্তিম ম্যাচে ত্রিপুরা দল আগামীকাল রাজস্থানের মুখোমুখি হবে। এতে রাজস্থানকে বড় ব্যবধানে হারাতে পারলে হয়তো ত্রিপুরা গ্রুপ রানার্স এর স্বীকৃতি পেয়ে ঘরে ফিরতে পারবে। পাঁচ দলীয় গ্রুপ লীগের তালিকায় ত্রিপুরা এই মুহূর্তে তৃতীয় শীর্ষে রয়েছে। প্রথম খেলায় ত্রিপুরা বিহারের কাছে শূন্য-দুই গোলে এবং দ্বিতীয় ম্যাচে দিল্লির কাছে শূন্য-ছয় গোলে হারলেও তৃতীয় ম্যাচে ত্রিপুরা সাত-এক গোলের বিশাল ব্যবধানে পন্ডিচেরি কে হারিয়ে তালিকার তৃতীয় শীর্ষে উঠে এসেছে। আগামী কাল ত্রিপুরা- রাজস্থান ম্যাচের পাশাপাশি অপর গ্রাউন্ডে বিহার খেলবে পন্ডিচেরির বিরুদ্ধে।
2023-10-01