BRAKING NEWS

তুঘলকি কাণ্ড টিএসআর -এর পঞ্চম বাহিনীর সিইও -র, গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ আবাসিকের সদস্যদের

আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। তুঘলকি কাণ্ড টিএসআর -এর পঞ্চম বাহিনীর সিইও -র। উনার এক নির্দেশ ঘিরে আবাসিকদের মধ্যে সমস্যা দেখা দেয়। আর এই জটিলতার জেরে শনিবার কোয়াটার কমপ্লেক্সে প্রবেশের গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় আবাসনে থাকা বাহিনীর পরিবারের সদস্যারা।

তাদের বক্তব্য দীর্ঘ বছর যাবত বাধারঘাট সিদ্ধি আশ্রম স্থিত ত্রিপুরা স্টেট রাইফেলস এর পঞ্চম বাহিনীর কোয়াটারে থাকছেন তারা। মাঝে কোয়াটার রিপেয়ারিং-র জন্য অনেকেই বাইরে ভাড়া ছিলেন। সেই সময় কোয়াটারের ভাড়াও তারা প্রদান করেছেন। আচমকা টিএসআর পঞ্চম বাহিনীর সিইও -এক নির্দেশ জারি করে বলেছেন অবিলম্বে আবাসিকদের আবাস ছেড়ে দিতে হবে। আর এতেই ক্ষোভ জানায় আবাসনে থাকা বাহিনীর পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে সি ই ও- কে। তিনি অফিস  তৈরি করবেন বলে জানিয়েছেন। কিন্তু এই নির্দেশের ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রত্যেকের সন্তান রয়েছে। পরিবারের কর্তা বাহীনীতে কর্মরত থাকায় বেশীর ভাগ সময় থাকেন বাইরে। তাই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানান তারা। পরিবর্তে সিইও- জানান তাদের তিন বছর হয়ে গেছে তাই কোয়াটার ছেড়ে দিতে হবে। এর মধ্যে দ্বিতীয় নোটিশ প্রদানও করা হয়। তৃতীয় নোটিশ দেওয়ার পর বেতন কাটার কড়া বার্তা দেন। এদিকে ডিজি-র গোচরে বিষয়টি নিয়েছেন আবাসনের সদস্যরা। তাদের দাবি এই কোয়াটারে তাদের থাকতে দিতে হবে। এই দাবিতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান টি এস আর বাহীনীতে কর্মরতদের পরিবারের সদস্যারা। এখন দেখার টি এস আর পঞ্চম বাহিনীর সি ই ও- র নির্দেশ ঘিরে বাহিনীতে কর্মরত জওয়ানদের পরিবারের সদস্যাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কি ধরনের ব্যবস্থা নেয় উর্ধতন কর্তৃপক্ষ। তবে বর্তমান সি ই ও- বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিষয়টি আরো জটিল করল আবাসিকরা। রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও এই বিষয় দেখার আবেদন জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *