BRAKING NEWS

রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে আইনে রূপান্তরিত হল মহিলা সংরক্ষণ বিল

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স) : গত সপ্তাহে সংসদে পাস হওয়া মহিলা সংরক্ষণ বিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতির পরে আইনে পরিণত হয়েছে। ‘নারী শক্তি বন্দন আইন’-এ লোকসভার পাশাপাশি রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিধান রয়েছে। এটি রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাস করা হয়েছিল ৷ এই আইন নতুন সংসদ ভবনে পাশ হওয়া প্রথম আইনে পরিণত হয়েছে ৷ ২০ সেপ্টেম্বর বিলটি পাস হয়, ৪৫৩ জন সদস্য আইনটির পক্ষে এবং দুইজন এর বিপক্ষে ভোট দেন। বিরোধী সদস্যদের আনা সংশোধনী এতে খারিজ হয়ে যায়। এই আইনে কোটার দাবি জানিয়ে আসছিল বিরোধীরা।

বিরোধীরা বলেছিল, যদি এই আইনে কোটা প্রয়োগ না করা হয়, অর্থাৎ ওবিসি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলাদের সংরক্ষণ না করা হয়, তবে সেই শ্রেণীর মহিলারা সংসদ ও বিধানসভায় প্রতিনিধিত্ব করবেন না ৷ বিলটি কেবল বৈষম্যের দিকে নিয়ে যাবে। একই সঙ্গে বিলটিকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলের কয়েকজন নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *