BRAKING NEWS

তিপ্রা মথার বনধ সমর্থন করবে না রাজ্য সরকার

আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। তিপ্রা মথার ডাকা ১২ ঘণ্টার এডিসি বনধ মানবে না রাজ্য সরকার। অন্যান্য দিনের মতোই চলবে রাজ্য সরকার পরিচালিত এডিসি এলাকার বিভিন্ন দপ্তর। এক বিবৃতিতে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে শনিবার অন্যান্যদিনের মতোই বিভিন্ন সরকারী কাজ অব্যাহত থাকবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এডিসি এলাকার আওতায় যত সরকারী অফিস, সরকারী স্বীকৃতি প্রাপ্ত সংস্থা রয়েছে সবগুলিতে অন্যান্যদিনের মতই যেন কাজ অব্যাহত থাকে। প্রত্যেক কর্মচারীকে নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যেকোনো সরকারী অফিস বা সরকারী স্বীকৃতি প্রাপ্ত সংস্থার কর্মীর উপর বনধকে কেন্দ্র করে কোনো ধরনের হিংসার ঘটনা ঘটলে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে সকল সরকারী অফিস, সরকারী স্বীকৃতি প্রাপ্ত সংস্থার কর্মীদের উপস্থিতির রিপোর্ট শনিবার দুপুর ১২ টার মধ্যে জেনারেল এডমিনিস্ট্রেশন(এ.আর) দপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পুলিশ আধিকারিকদেরও কর্মচারীদের ওই দিন নিরাপত্তা প্রদান ও আইনের শাসন কায়েম রাখার বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *