আগরতলা , ২৯ সেপ্টেম্বর।। ৩০ শে সেপ্টেম্বর তিপ্রা মথার উদ্যোগে পালিত হবে ১২ ঘণ্টার এডিসি বনধ। এই বনধকে সফল করার জন্য তিপ্রাসাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করেছেন প্রদ্যুত কিশোর দেববর্মণ। শুক্রবার তিনি নিজ সামাজিক মাধ্যমে জনজাতিদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন। তিনি বলেন তিপ্রা মথা দলের নেতৃত্বরা শুধুমাত্র দিল্লিতে কথা বললে হবে না। দিল্লি পর্যন্ত আওয়াজ পৌঁছাতে হবে যে জনজাতিদের দাবী পূর্ণ করার। তিনি বলেন, শনিবারের বনধের মাধ্যমে গোটা দেশকে বার্তা দিতে হবে যে তিপ্রাসারা তাদের দাবী নিয়ে ঐক্যবদ্ধ। এদিন প্রদ্যোত কিশোর তিপ্রাসাদের উদ্দেশ্যে বলেছেন, নিজেদের বাচ্চাদের জন্য যদি সুন্দর একটি ভবিষ্যৎ দিতে চান তবে আজ এক হয়ে লড়াই করতে হবে,নতুবা জনজাতিরা নিজ ভূমিতেই অবহেলিত হবে। তিনি তিপ্রা মথা দলের নেতৃত্বদের উদ্দেশ্যে বলেন, শনিবারের বনধকে কেন্দ্র করে শুক্রবার রাতেই নেতৃত্বরা যেন নিজ নিজ এলাকায় গিয়ে তিপ্রাসাদের সঙ্গে মিলিত হয়ে বনধকে সফল করার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেন। তবে কেউ যেন কোনো ধরনের হিংসার ঘটনা সংঘটিত না করে সেই দিকেও নজর দিতে বলেছেন প্রদ্যোত কিশোর। জরুরীকালীন পরিষেবায় যারা থাকবেন তাদের যেন হেনস্থা না করা হয় সেই বিষয়েও অবগত করেছেন প্রদ্যোত কিশোর। তিনি বলেন, কোনো প্রকার হিংসা ছাড়ায় গোটা দেশকে দেখিয়ে দিতে হবে তিপ্রাসাদের ঐক্য।
এদিন শাসক দলের বিরুদ্ধে আওয়াজ তুলে তিনি বলেন, বিজেপি সরকার ২০২৩ সালে বিধানসভা নির্বাচনের আগে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছিল। তাতে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল জনজাতিদের নিয়ে। তবে নির্বাচন শেষ হওয়ার পর অনেকগুলি মাস কেটে গেলেও এখনো সেই সব বিষয় নিয়ে বিস্তারিত কোনো আলোচনা করেনি বিজেপি বলে অভিযোগ করেছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ। তাই নিজেদের অধিকার রক্ষায় জনজাতিদের ঐক্যবদ্ধ হয়ে হিংসার ঘটনা সংঘটিত না করে শান্তিপূর্ণ পরিবেশে নিজেদের অধিকার আদায়ের জন্য ৩০ সেপ্টেম্বর বনধকে সফল করার আহ্বান করেছেন প্রদ্যোত কিশোর দেববর্মণ।