আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে গত ৬ বছরে রাজ্যের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল অংশের জনগণকে বর্তমান সরকারের উপর আস্থা রাখতে হবে। তাহলে রাজ্য সামনের দিকে এগিয়ে যাবে। বুধবার ত্রিপুরা শহুরী আজীবিকা মিশন আয়োজিত লাভার্থী পরিবার মহা সম্মেলনে বক্তব্য রেখে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গ দর্শনে অর্থনৈতিক মান উন্নয়নের পাশাপাশি সামাজিকভাবে মান উন্নয়ন করার জন্য সরকার কাজ করছে। এর পাশাপাশি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের চিন্তাধারা অনুযায়ী সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে সরকার। আর এর জন্য স্লোগান তোলা হয়েছে সাবকা সাথ, সবকা বিকাশ। মুখ্যমন্ত্রী আরো বলেন, দেশের প্রধানমন্ত্রী চাইছেন মহিলাদের এগিয়ে নিয়ে যেতে। তার জন্য রাজ্য সরকার চাকরি ক্ষেত্রে ৩৩ শতাংশ মহিলাদের সংরক্ষণের ব্যবস্থা রেখেছে। এর পাশাপাশি সরকার মহিলাদের স্বনির্ভর করতে আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে অটোর লাইসেন্স তুলে দিয়েছে। পাশাপাশি আগামী দিনে বিভিন্ন স্টল নির্মাণ করে ৫০ শতাংশ মহিলাদের জন্য রাখার পরিকল্পনা নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানে আরও বলেন, আত্মনির্ভর ত্রিপুরা গড়ার যে স্লোগান তুলেছিল সেটা কাজের মাধ্যমে আজ প্রতিটি কোনায় কোনায় পরিলক্ষিত হচ্ছে।
সরকারের মূল উদ্দেশ্যই প্রতিটা মানুষকে আত্মনির্ভর করে তোলা। কারণ প্রত্যেকটা মানুষকে চাকরি দেওয়া সম্ভব নয়। তারপরও সরকার চাকুরির ব্যবস্থা করছে শিক্ষিত যুবক-যুবতীদের জন্য। মুখ্যমন্ত্রী এই দিন অনুষ্ঠানে বক্তব্য রেখে আরো দাবি করেন, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ার যে স্বপ্ন সেটা এদিনের অনুষ্ঠানে প্রত্যক্ষ করা গেছে। তিনি আরো বলেন, হাতে সময় কম। মিশন মুডে কাজ চলছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিভিন্ন ব্যাংকের আধিকারিকদের হাতে পুরস্কার তুলে দেন। ব্যাংক কর্মীরা বিভিন্ন সহজ পদ্ধতিতে বেনিফিসারীদের ঋণ দিয়ে সহযোগিতা করছে। এর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী। এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী বেনিফিশিয়ারিদের হাতে লোন, ড্রাইভিং লাইসেন্স ও শংসাপত্র তুলে দেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্প বাস্তবায়নে সেরা কাজের জন্য আগরতলা পুর নিগম, ধর্মনগর পুর পরিষদ এবং উদয়পুর পুর পরিষদ সহ তিনটি ব্যাংককে পুরস্কৃত করা হয়।