আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। পানীয় জল নিয়ে শুরু হয়েছিল ঝামেলা। তারপর এক নাবালককে মাথায় তুলে আছাড় দেওয়ার অভিযোগ উঠছিল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যাক্তির নাম কানাই দেবনাথ। বুধবার সিপাহিজলা জেলার জেলা ও দায়রা জজ অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষে এই মামলা পরিচালনা করেছেন আইনজীবী চঞ্চল রায় চৌধুরী।
জানা যায়, ২০২০ সালের ২৭ জুন মেলাঘর থানার অন্তর্গত কুমারিয়া কোচা গ্রামের বাসিন্দা মনিকা শর্মার নাবালক ছেলে দেবব্রত শর্মা বেলা বারোটা নাগাদ বাড়ির সামনে জলের উৎসের কাছে যায়। তখন অভিযুক্ত ব্যক্তি কানাই দেবনাথ সেই নাবালক ছেলে দেবব্রত শর্মাকে মাথায় তুলে রাস্তায় ফেলে দেয়। এতে করে দেবব্রত শর্মার কাঁধের হাড় ভেঙে যায়। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দেবব্রত শর্মাকে প্রথমে নিয়ে যাওয়া হয় বৈরাগী বাজারস্থিত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয় আগরতলার জিবি হাসপাতালে। সেখানে দীর্ঘদিন দেবব্রতের চিকিৎসা চলে। এদিকে
কোন ধরনের সাহায্যের জন্য এগিয়ে আসেনি কানাই দেবনাথ এবং তার পরিবারের লোকজনেরা। এমনই অভিযোগ ছিল। যার কারনে ২০২০ সালের ২২ জুলাই আদালতে মামলা দায়ের করেছিল নাবালক ছেলে দেবব্রত শর্মার মা মণিকা শর্মা। দীর্ঘ সওয়াল জবাবের পর সিপাহীজলা জেলার জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার নিষ্পত্তি ঘটে। সিপাহীজলা জেলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারপতি শুভ্রদীপ সাহা অভিযুক্ত ব্যক্তি কানাই দেবনাথকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।