ধর্মনগর, ২৭ সেপ্টেম্বর : দীর্ঘদিন যাবত ৮ নং জাতীয় সড়কের বেহাল অবস্থা। রাস্তা সংস্কারের কর্তৃপক্ষের হেলদোল না থাকার পর অবশেষে আজ বাধ্য হয়ে গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধে শামিল হয়েছেন।পঞ্চায়েতের অধীন শনিছড়া লম্বা গাছ সংলগ্ন এলাকায় পথ অবরোধে করেন স্থানীয় এলাকাবাসী।অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে পরে।
অভিযোগ ,মরণ ফাঁদে পরিণত হয়েছে আসাম আগরতলা জাতীয় সড়ক। রাস্তার সংস্কারের প্রশাসনের কোন হেলদোল নেই। অবশেষে আজ বাধ্য হয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের অবরোধ করেন। টানা একঘন্টা পথ অবরোধের পর খবর পেয়ে ছুটে গিয়েছেন চুরাইবাড়ি থানার পুলিশ এবং স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান। অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ করেন গ্রামবাসী।

