BRAKING NEWS

ফের নেশায় আসক্ত হয়ে ঝরে গেল এক নাবালকের প্রান

আগরতলা, ২৬ সেপ্টেম্বর।। অতিরিক্ত নেশা সেবনের ফলে ঝরে গেল আরও একটি তরতাজা প্রান। মৃত যুবকের নাম দেবজিত দত্ত(১৭)। তার বাড়ি আমতলী এলাকায় বলে জানা গেছে। জানা গেছে দীর্ঘদিন ধরেই সে অতিরিক্ত মাত্রায় ব্রাউন সুগার সেবন কোর্ট। বাড়ীর সদস্যরা দীর্ঘদিন ধরেই তাকে এই নেশার কবল থেকে মুক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ কয়েকবার ডাক্তারের কাছেও গেছে বলে জানিয়েছেন মৃতের ভাই। জানা গেছে অতিরিক্ত মাত্রায় নেশা করার জন্য দীর্ঘদিন ধরেই দেবজিত অসুস্থ ছিল। মঙ্গলবার কিছুটা সুস্থ অনুভব করায় সে তার ভাইয়ের সঙ্গে বাজারে গিয়েছিল। তবে আচমকায় পুনরায় অসুস্থ হয়ে পরে সে। এদিকে তাকে মাথায় জল দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও সে অচৈতন্য অবস্থায় মাটিতে লুটিয়ে পরে। এদিকে তাকে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছে। এদিকে অতিরিক্ত নেশা সেবনের জন্যই ওই নাবালকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে চিকিৎসক।

রাজ্য জুড়ে নেশার বাড়বরন্ত অব্যাহত। প্রতিনিয়ত রাজ্যের কোনো না কোনো জায়গায় নেশার কবলে পরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে যুব সমাজ। এর কবল থেকে যুব সমাজকে রক্ষা করা এখন একপ্রকার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারী ও বেসরকারি  উভয় উদ্যোগে প্রতিনিয়ত নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হলেও এই ব্যাধি থেকে যুব সমাজকে রক্ষা করা এক প্রকার কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটি পরিবারের অভিভাবকেরা নিজেদের সন্তানের প্রতি আরও যত্নশীল হয়ে আশপাশ এলাকায়ও যদি নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ান তবে এই ব্যাধি কিছুটা সারিয়ে তোলা সম্ভব বলে মনে করছেন রাজ্যের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *