BRAKING NEWS

মানকাচরের ভারত-বাংলা সীমান্তবর্তী জোড়ডাঙ্গায় মাদক ট্যাবলেট সহ ধৃত পাচারকারী

দক্ষিণ শালমারা (অসম), ২৫ সেপ্টেম্বর (হি.স.) : দক্ষিণ শালমারা-মানকাচর জেলার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী জোড়ডাঙ্গায় বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে মাদক ট্যাবলেট সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত মাদক কারবারিকে মানকাচর থানার অন্তৰ্গত জোড়ডাঙ্গা প্ৰথম খণ্ড গানবর গ্রামের প্ৰয়াত আসাম উদ্দিনের বছর ৫৫-এর ছেলে আয়ুব হুসেন বলে পরিচয় পাওয়া গেছে।

ধৃত মাদক পাচারকারীর হেফাজত থেকে ১৪৪০টি নেশার এসপিএস-ফেন (ট্রামাডল হাইড্রক্লোরাইড অ্যাসেটামিনোফেন) ট্যাবলেট এবং ভারতীয় মুদ্ৰার ২৭০ টাকা উদ্ধার করেছে যৌথ বাহিনী। মাদক কারবারি আয়ুব হুসেন গতকাল গভীর রাতে জোড়ডাঙ্গা গ্রাম সংলগ্ন ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার ৫০ মিটার দূরে নেশাজাতীয় ট্যাবলেটগুলি নিয়ে ঘোরাফেরা করছিল। সুবিধা বুঝে নেশার ট্যাবলেটগুলি কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে বাংলাদেশে চালান দেওয়ার চেষ্টা করছিল ধৃত আয়ুব আলি নামের মাদক পাচারকারী।

তখন জোড়ডাঙ্গা সীমান্ত প্রহরায় সেকেন্ড লাইন ব্যাটালিয়নের জওয়ানরা পুলিশের সহযোগিতা নিয়ে আয়ুব হুসেনকে পাকড়াও করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *