আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। সংগঠন বিরোধী কাজের জন্য এনএসইউআই-এর রাজ্য সভাপতির পদ থেকে অপসারণ করা হলো সম্রাট রায়কে। সর্বভারতীয় এন এস ইউ আই সভাপতি স্বাক্ষরিত নির্দেশিকায় ত্রিপুরা প্রদেশ সভাপতির পদ থেকে সম্রাট রায়কে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়েছে। অবশ্য এ ব্যাপারে সম্রাট রায় কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই এনএসওআই সভাপতি সম্রাট রায়ের কাজকর্ম নিয়ে বিভিন্ন মহল থেকে নানা অভিযোগ উঠে আসছিল। বিশেষ করে প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে আশীষ কুমার সাহাকে নিযুক্ত করার পর থেকেই বিষয়টি আরো চাঙ্গা হয়ে ওঠে। অবশেষে এন এস ইউ আই এর সভাপতির পদ থেকে সম্রাট রায়কে বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করায় বিষয়টি আরো স্পষ্ট হয়েছে।
2023-09-25