আগরতলা, ২৫ সেপ্টেম্বর।। সম্পদ কর নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এই বিষয়ে সোমবার সাংবাদিক সম্মেলন করে স্পষ্টীকরণ দিয়েছেন মেয়র দীপক মজুমদার। তিনি জানিয়েছেন যারা দীর্ঘদিন ধরে সম্পদ কর প্রদান করেননি তাদেরকে জিআইএস পদ্ধতিতে নোটিশ ইস্যু করা হয়েছে। সারা দেশের ন্যায় এখন আগরতলা পুর নিগমও জিআইএস পদ্দতিতে সম্পদ কর আদায় করবে বলে জানিয়েছেন মেয়র। এদিন তিনি আরও বলেছেন, সুবিধা সবাই ভোগ করলেও মাত্র ৩০ শতাংশ জনগণ সঠিক সময়ে কর প্রদান করছেন। বাকিরা ভুল তথ্য দিয়ে সঠিক কর প্রদান থেকে বিরত থাকছেন। তাই পুর নিগম যারা কর প্রদান করছেন না তাদের বাড়িতে জি আই এস পদ্ধতিতে নোটিশ পাঠিয়েছে। তবে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই কর আদায়ের ফলে যেন শহরবাসীর দুর্গোৎসবে ব্যাঘাত না ঘটে। সেই লক্ষ্যে কর প্রদানের সময় সীমা আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র। তিনি বলেন, আগে কর প্রদানের সময় ছিল ৫ই অক্টোবর পর্যন্ত, এবারে মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই সময়সীমা বৃদ্ধি করে ৫ই নভেম্বর করা হয়েছে। তাই কর বৃদ্ধি করার বিষয়ে যে বিভ্রান্তি ছড়াচ্ছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন যারা দীর্ঘদিন ধরে কর প্রদান করছেন না শুধুমাত্র তাদের থেকে সঠিক কর আদায় করার জন্য নোটিশ জারী করেছে আগরতলা পুর নিগম।